বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে ইউপির নতুন ভবনের জমি পরিদর্শন করেছেন ডিডিএলজি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ইউপির নতুন ভবনের জমি পরিদর্শন করেছেন ডিডিএলজি 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন স্থাপনের জন্য জমি পরিদর্শন করেছেন ডিডিএলজি কর্মকর্তা ও উপজেলা প্রশাসন। দীর্ঘদিন পূর্বে গাংগাইল ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তুু নতুন ইউপি ভবন স্থাপনের জন্য জমি সংক্রান্ত জটিলতা চলে আসছিল।

ফলে নতুন ইউপি ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। এতে সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণ করতে এসে দুর্ভোগ পোহাতে হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) উক্ত জমি সংক্রান্ত জটিলতা নিরসনে ময়মনসিংহ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিকুল ইসলাম ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ২টি ইউনিয়ন পরিষদের নতুন ভবনের জন্য নির্ধারিত ভূমি পরিদর্শন করেন।

সে লক্ষ্যে প্রথমে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনসহ নতুন ভবনের জন্য নির্ধারিত ভূমি পরির্দশন করেন কর্মকর্তারা। স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিকুল ইসলাম ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর গাংগাইল ইউনিয়ন পরিষদে পৌঁছা মাত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়নসহ সংরক্ষিত ইউপি সদস্যা ও ইউপি সদস্য ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দুজন বীরমুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জমি দাতা সদস্য ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় উপ-পরিচালক সফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা উক্ত পজেটিভ তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করবো। আশা করি খুব শিগগিরই নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরে তিনি রাজগাতী ইউনিয়নে নতুন ইউপি ভবনের জমি পরির্দশন করেন। 

টিএইচ